লিবিয়ায় হত্যাকাণ্ড : রিমান্ডে মানবপাচারকারী মঞ্জুর

স্বাভাবিক হচ্ছে নিম্ন আদালতের বিচার কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক : লিবিয়ায় ২৬ বাংলাদেশি হত্যা ও মানবপাচারের ঘটনায় গ্রেফতার মানবপাচারকারী মঞ্জুর হোসেনের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (১৫ জুন) ঢাকা মহানগর হাকিম শাহিনুর রহমান শুনানি শেষে তার এ রিমান্ড মঞ্জুর করেন।

এদিন তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এ সময় পল্টন থানার মানবপাচার আইনে করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে সাত দিনের রিমান্ডে নেয়ার আবেদন করেন পুলিশ। শুনানি শেষে বিচারক চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত ২৮ মে লিবিয়ার সাহারা মরুভূমি অঞ্চলের মিজদা শহরে ২৬ বাংলাদেশিসহ ৩০ জনকে গুলি করে হত্যা করা হয়। এতে আহত হন ১১ জন। বাংলাদেশিসহ ওই অভিবাসীদের মিজদা শহরের একটি জায়গায় টাকার জন্য জিম্মি করে রেখেছিল মানবপাচারকারী চক্র। এ নিয়ে ওই চক্রের সঙ্গে মারামারি হয় অভিবাসী শ্রমিকদের। এতে এক মানবপাচারকারী নিহত হন। এরই প্রতিশোধ হিসেবে সেই মানবপাচারকারীর লোকজন এ হত্যাকাণ্ড ঘটায়।