রোহিঙ্গাদের দুর্দশা লাঘবে সম্ভব সবকিছু করুন, সু চিকে ব্রিটিশ মন্ত্রী

68cdrlhal0hz
রোহিঙ্গাদের দুর্দশা লাঘবে সম্ভব সব ব্যবস্থা নিতে মিয়ানমারের নেত্রী অং সান সু চির প্রতি আহ্বান জানিয়েছে ব্রিটিশ পররাষ্ট্র ও কমনওয়েলথ বিষয়ক প্রতিমন্ত্রী মার্ক ফিল্ড। সাম্প্রতিক সংকট শুরু হওয়ার পরে সম্প্রতি মিয়ানমার সফর করা ফিল্ড বলেন, সহিংসতা বন্ধে ও ত্রাণ সরবরাহর অনুমতি দিতে জাতিসংঘের আহ্বানে অবশ্যেই সাড়া দিতে হবে।
মিয়ানমারের রাজধানী নাইপিদোতে অং সান সু চির সঙ্গে বৈঠকের পরে তিনি বলেন, রাখাইনে গত কয়েক সপ্তাহে যা হয়েছে তা সম্পূর্ণ অগ্রহণযোগ্য একটি ‘ট্র্যাজেডি’। আমরা চাই এই সহিংসতা বন্ধ হোক এবং যেসব মানুষ বাড়ি ছেড়ে পালিয়েছে তারা যেন নিরাপদে ও তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারে।
ফিল্ড যোগ করেন, অং সান সু চি ও অন্যান্যদের সঙ্গে বৈঠকে নিরাপত্তা পরিষদ রাখাইনে সহিংসতা বন্ধ করে মানবিক সহায়তা দেওয়ার যে আহ্বান জানিয়ে আসছে, তাতে মিয়ানমারের নেত্রীকে সাড়া দিতে হবে। বৃহস্পতিবার তিনি বাংলাদেশ সফরে আসবেন। তিনি বলেন, সম্প্রতি উন্নয়নের মাপকাঠিতে ব্যাপকভাবে এগিয়ে গেছে। কিন্তু রাখাইনে চলমান সহিংসতা ও মানবিক সংকটের ফলে সেই অর্জন ঝুঁকির মধ্যে পড়ে যেতে পারে।