‘রাজাকারের তালিকা থেকে রাঘববোয়াল-চুনোপুঁটি কেউ বাদ যাবে না -মুক্তিযোদ্ধা মন্ত্রী

রাঙামাটি সংবাদদাতা: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, রাজাকারের নাম তালিকায় যেভাবে আছে সেভাবেই প্রকাশ করা হবে। কোনও রাঘববোয়াল বা চুনোপুঁটিরও বাদ যাওয়ার সুযোগ নেই।’ সরকারি চাকরিরত রাজাকারের সন্তানদের বিষয়ে সরকার কোনও সিদ্ধান্ত নেবে কিনা সাংবাদিকের এমন প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, এই বিষয়ে আলোচনা চলছে। এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।’

শনিবার কাপ্তাই উপজেলার কর্ণফুলী কলেজ মাঠে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে রাঙামাটিতেই প্রথম এই কার্যক্রম শুরু করলো পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড।

উদ্বোধন অনুষ্ঠান শেষে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, পার্বত্য তিন জেলায় পর্যটন বিকাশের অপার সম্ভাবনা থাকার পরও পরিকল্পনার অভাবে পর্যটন বিকাশ সম্ভব হয়নি। এধরনের অনুষ্ঠান পর্যটন বিকাশে ভূমিকা রাখবে।’