রাঙামাটিতে উপজাতি সন্ত্রাসীদের চাঁদা কালেক্টর গুলিতে নিহত

রাঙামাটিতে উপজাতি সন্ত্রাসীদের চাঁদা কালেক্টর গুলিতে নিহত

রাঙামাটি সংবাদদাতা: রাঙামাটির সদর উপজেলার মগবানে চাঁদার টাকা ভাগাভাগি কেন্দ্র করে উপজাতি সন্ত্রাসীদের অর্ন্তদ্বন্দ্বে গুলিতে একজন নিহত হয়েছে। নিহত উপজাতি সন্ত্রাসীর নাম বিক্রম চাকমা (৪০)। সে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) চাঁদা কালেক্টর।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে মগবান এলাকার একটি দোকানে বসে ছিলো বিক্রম চাকমা। এ সময় অতর্কিত হাজির হয়ে তাকে লক্ষ্য করে নির্বিচারে গুলি চালায় ৫-৬ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী। এতে ঘটনাস্থলে বিক্রম চাকমা মারা যায়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

রাঙামাটির কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর জাহেদুল হক রনি জানান, ঘটনাস্থল থেকে চারটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। নিহতের শরীরে চারটি গুলিবিদ্ধের ক্ষত রয়েছে।