যৌথবাহিনীর অভিযান: ৫ জন মৃত, ১২ জন জীবিত উদ্ধার

ঢাকা: গুলশানে সন্ত্রাসী হামলার শিকার হোলি আর্টিজান রেস্তোঁরায় যৌথবাহিনী অভিযান চালিয়ে শেষ খবর পাওয়া পর্যন্ত আটকে পড়া অন্তত ১২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং ভেতর থেকে পাঁচজনের মৃতদেহ উদ্ধার করেছে। উদ্ধারকৃতদের মধ্যে নারী এবং শিশুও রয়েছে ।

শনিবার সকাল সাড়ে ৭টার পর হালকা বৃষ্টির মধ্যে এই অভিযানের শুরুতেই সেনা সদস্যরা নারী ও শিশুসহ ১২ জনকে উদ্ধার করেছে বলে জানা গেছে। প্যারা কমান্ডোদের সঙ্গে সেনাবাহিনীর সাঁজোয়া যান অংশ নিচ্ছে অভিযানে।

আধা ঘণ্টায় সহস্রাধিক রাউন্ড গুলির পাশাপাশি শ’ খানেক বড় ধরনের বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে।

র‌্যাবের গোয়েন্দা শাখার প্রধান লে. কর্নেল আবুল কালাম আজাদ ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, ভেতরে পাঁচজন মারা গেছে। ১২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিহত ও উদ্ধার করা ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।