অার্থিক মন্দা: যুক্তরাজ্যে সহস্রাধিক কর্মী ছাঁটাই করবে বোম্বারডিয়ার অ্যারোস্পেস

নিউজনাইন২৪ডটকম, ডেস্ক: যুক্তরাজ্যে নিজেদের রেলগাড়ি ও উড়োজাহাজ নির্মাণ কারখানার এক হাজারের বেশি কর্মী ছাঁটাই করবে বোম্বারডিয়ার। সাম্প্রতিক সময়ে কানাডীয় কোম্পানিটির কার্যাদেশ উল্লেখযোগ্য হারে কমে যাওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
খবর: SkyNews।

bombardier-plane layoffsউত্তর আয়ারল্যান্ডের সবচেয়ে বড় ম্যানুফ্যাকচারিং কোম্পানি বোম্বারডিয়ার অ্যারোস্পেস। এ খাতের মোট রফতানিতে কোম্পানিটির অবদান প্রায় ১০ শতাংশ। এর বেলফাস্ট কারখানায় মোট ছয় হাজার কর্মী কাজ করে। ব্রিটিশ ও আইরিশ বাণিজ্যিক সমিতি ‘ইউনাইট’-এর বোম্বারডিয়ার অ্যারেস্পেস প্রতিনিধি ডেভি থমসন বলেছে, কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্তটি উত্তর আয়ারল্যান্ডের ম্যানুফ্যাকচারিং খাতের ওপর ‘নিষ্ঠুর আঘাত’। কোম্পানিটির সিদ্ধান্তে ইউনাইটের উদ্বেগের বিষয়টিও তিনি তুলে ধরেছেন।

বিশ্বজুড়ে বোম্বারডিয়ারের কর্মী সংখ্যা সাত হাজার। এর মধ্যে বেলফাস্টের উড়োজাহাজ কারখানার ৫৮০ ও ডার্বির রেলগাড়ি নির্মাণ কারখানার ২৭০ জন কর্মী চাকরি হারাবে। এছাড়া আগামী বছর উত্তর আয়ারল্যান্ডের শহর বেলফাস্টে আরো ৫০০ কর্মী ছাঁটাই করা হবে বলে কোম্পানিটি জানিয়েছে।

উত্তর আয়ারল্যান্ডের ফার্স্ট মিনিস্টার আরলিন ফস্টার বলেছে, ‘আমরা বুঝতে পারছি কেন বৈশ্বিক পুনর্গঠনের(!) অংশ হিসেবে কোম্পানিটি এ সিদ্ধান্ত নিয়েছে। তবে এটি যে কর্মীদের উদ্বিগ্ন করে তুলছে, আমরা তা-ও বুঝতে পারছি। আমরা অবশ্যই কর্মীদের সমর্থন জোগাব ও তাদের জন্য যথাসম্ভব কাজ করব।’

এদিকে কর্মী ছাঁটাইয়ের পদক্ষেপকে ‘চরম হতাশাজনক’ বলেছে উত্তর আয়ারল্যান্ডের সেক্রেটারি অব স্টেট থেরেসা ভিলিয়ার্স।
পদক্ষেপটি উত্তর আয়ারল্যান্ডের অর্থনীতিকে আরো পেছনে ঠেলে দেবে। দেশটিতে বেকারত্বের হার ৫ দশমিক ৮ শতাংশ, যা যুক্তরাজ্যের সামগ্রিক বেকারত্ব হারের চেয়ে শূন্য দশমিক ৭ শতাংশ বেশি।

সাম্প্রতিক এক প্রতিবেদনের মাধমে অ্যাকাউন্টিং প্রতিষ্ঠান পিডব্লিউসি পূর্বাভাস দিয়েছে, ২০১৬ সালে যুক্তরাজ্যের ১২টি অঞ্চলের মধ্যে উত্তর আয়ারল্যান্ডের অর্থনৈতিক অবস্থানই সবচেয়ে দুর্বল থাকবে।
উল্লেখ্য, বৈশ্বিক অর্থনীতিতে মন্দার কারণে বোম্বারডিয়ারের শেয়ার অনেকটাই সংকুচিত হয়েছে। গত এক বছরে কোম্পানিটির শেয়ারমূল্য কমেছে দুই-তৃতীয়াংশ।#