মোদির সব সার্টিফিকেট জাল : কেজরিওয়াল

নিউজ নাইন২৪, ডেস্ক: রীতিমতো সংবাদ সম্মেলন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির B.A ও M.A ডিগ্রির প্রমাণ প্রকাশ্যে আনল বিজেপি। কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি ও বিজেপি সভাপতি অমিত শাহ নামের সার্টিফিকেট তুলে ধরে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। তবে, পাল্টা দাবি করেছে, শাহ-জেটলির দেখানো সার্টিফিকেটটিও জাল।

মোদির শিক্ষাগত যোগ্যতার দাবি ভুয়া বলে দাবি করে দিন কয়েক আগেই প্রশ্ন তুলেছিলেন কেজরিওয়াল। সেন্ট্রাল ইনফরমেশন সেন্টার ও প্রধানমন্ত্রীর দপ্তরের কাছে বারবার নমোর এডুকেশনাল কোয়ালিফিকেশন জানতে চেয়ে আবেদনও জানিয়েছেন তিনি। এ ঘটনায় আজ সোমবার দিল্লিতে সংবাদ সম্মেলন করে মোদির স্নাতক ও স্নাতকোত্তর সার্টিফিকেট প্রমাণ হিসেবে প্রকাশ্যে আনেন অমিত শাহ ও অরুণ জেটলি।

বিজেপি সভাপতি অমিত শাহ বলেন, ‘মোদির ডিগ্রি ভুয়া- এই মিথ্যাটা প্রচার করতে কেজরিওয়াল বারবার চিঠি লিখে গিয়েছেন CIC ও PMO-তে। আমি প্রধানমন্ত্রীর B.A ও M.A-র ডিগ্রি প্রকাশ করছি। দুটি ডিগ্রির সার্টিফিকেটই তুলে ধরছি জনতার সামনে।’
কেজরিওয়ালকে আশ্বস্ত করতে তাঁকে চিঠি লিখেও বিষয়টি জানাবেন বলে দাবি করেন বিজেপি সভাপতি।

এদিকে কেজলিওয়ালকে ক্ষমা চাইতে বলে কটাক্ষের সুরে অরুণ জেটলি বলেছেন, ‘কেজরিওয়ালের দলের বিধায়কদের বিরুদ্ধেই যখন ভুয়া ডিগ্রি পেশের অভিযোগে মামলা চলছে, তখন আপ প্রধান এমন অভিযোগ আনছেন।’

অপরদিকে শাহ-জেটলির সংবাদ সম্মেলনের ঘণ্টাখানেকের মধ্যেই আম আদমি পার্টি দাবি করে, অমিত শাহের দেখানো সার্টিফিকেটটি জাল।

আপ নেতা আশুতোষ বলেন, ‘অমিত শাহ কোনও ভগবান নন। কোনও সাংবাদিক সম্মেলনে তিনি কয়েকটা ডিগ্রি দেখানো মানেই তা সত্যি এমনটা নয়।’

খবর: এই সময়