মেহেদি লাগিয়ে হাতে ফোসকা, কোম্পানিকে লাখ টাকা জরিমানা

মানিকগঞ্জ সংবাদাদাতা: মেহেদি লাগিয়ে হাতে ফোসকা পড়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে লিখিত অভিযোগ করেছিলেন এক নারী। তার অভিযোগের শুনানি শেষে গতকাল মঙ্গলবার ‘স্মার্ট অ্যাকটিভ’ নামের ওই মেহেদি প্রস্ততকারক কোম্পানিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। অভিযোগকারী ওই নারী পেয়েছেন জরিমানার ২৫ শতাংশ অর্থ।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মানিকগঞ্জ জেলার সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল এ তথ্য নিশ্চিত করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৭ আগস্ট মানিকগঞ্জ শহরের তৃপ্তি প্লাজার একটি কসমেটিকস দোকান থেকে অনন্যা আলম নামের ওই নারী ৪০ টাকা দিয়ে ‘স্মার্ট অ্যাকটিভ’ মেহেদি কিনেছিলেন। কিন্তু এটি ব্যবহারের পরদিনই তার দ্ইু হাত ফুলে যায় এবং ফোসকা পড়ে। এরপর তিনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নেন। পরে ৩১ আগস্ট জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ে এ ব্যাপারে তিনি একটি লিখিত অভিযোগ দেন।