মুরসি হত্যায় সিসির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন

আন্তর্জাতিক ডেস্ক : মিসরের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে হত্যা ও নির্যাতনের অভিযোগে একটি তদন্তের আহ্বান জানিয়ে লন্ডন পুলিশে একটি ফৌজদারি অভিযোগ দাখিল করেছে ব্রিটেনের একটি আইনি চেম্বার।

এছাড়াও মিসরীয় প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করতে আবেদন করা হয়েছে। সোমবার সিসির দুই দিনের ব্রিটেন সফর সামনে রেখে শনিবার এই আহ্বান জানানো হয়েছিল।-খবর আনাদুলুর

মিসরীয় সরকার ও রাষ্ট্রীয় সংস্থার বিরুদ্ধে নির্যাতনের বিশ্বাসযোগ্য প্রমাণ আছে জানিয়ে লন্ডনের মেট্রোপলিটন পুলিশের সন্ত্রাসবিরোধী কমান্ডের কাছে এই অনুরোধ জানিয়েছে আন্তর্জাতিক জাস্টিস চেম্বারস।

গত নভেম্বরে জাতিসংঘের একটি স্বাধীন বিশেষজ্ঞ দল বলেছে, ২০১৩ সাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত কারাগারে থাকা মুরসিকে গত বছরের ১৭ জুন কায়রোর আদালত চত্বরে সরাসরি মৃত্যুর দিকে ঠেলে দেয়া হয়েছে।

শনিবারে এক বিবৃতিতে আইনি চেম্বারটি জানায়, বিশেষভাবে অভিযোগে অনুরোধ জানানো হয়, মুরসির মৃত্যু ও তার মৃত্যুপূর্ব নির্যাতন, যা তাকে মৃত্যুর দিকে নিয়ে গেছে, তার তদন্ত করতে হবে।