মিয়ানমারকে চাপ দিতে তুরস্কের প্রতি অনুরোধ

500x350_bc4475010527749af1469750facf1558_PNS_13_09_02

স্বদেশে নির্যাতিত রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমার সরকারের ওপর আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখতে তুরস্কের কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী বুধবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সফররত তুরস্কের উপ-প্রধানমন্ত্রী রিসিপ আকদাগের সঙ্গে বৈঠকে এ আহ্বান জানান।

ওই বৈঠকে উপস্থিত এক কর্মকর্তা বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, পররাষ্ট্রমন্ত্রী তুরস্কের সহযোগিতার জন্য দেশটির উপ-প্রধানমন্ত্রী ধন্যবাদ জানান। পাশাপাশি জাতিসংঘ ও ওআইসি-এর মতো সংস্থাতে অব্যাহতভাবে রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারকে চাপ দেওয়ার আহ্বান জানান তিনি।

এর আগে সকালে তুরস্কের উপ-প্রধানমন্ত্রী রিসিপ আকদাগ ঢাকা পৌঁছেই কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শনে যান। সেখান থেকে ফিরে সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশ নেন তিনি।

রাত ৯টার দিকে ব্যাক্তিগত প্লেনে ঢাকা ত্যাগ করেন তুরস্কের উপ-প্রধানমন্ত্রী।

কক্সবাজারে তুর্কি উপ-প্রধানমন্ত্রী রিসিপ আকদাগ বলেন, সব রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে তুরস্ক কূটনৈতিক উদ্যোগ নেবে। একই সঙ্গে রোহিঙ্গা সঙ্কটে বাংলাদেশের পাশে সব সময় থাকবে তুরস্ক।

প্রায় এক লাখ রোহিঙ্গার আবাসনের জন্য ২০ থেকে ২৫ হাজার শেল্টার তৈরিরও আশ্বাস দিয়েছে তুরস্ক সরকার।