মিশরকে মুক্ত করতে ঐক্যবদ্ধ বিরোধীদল গঠনের ডাক দিল ইখওয়ান

আন্তর্জাতিক ডেস্ক:
মিশরের নিষিদ্ধ ঘোষিত ইখওয়ানুল মুসলিমিন সম্মিলিত বিরোধীদল গঠনের আহ্বান জানিয়েছে। সামরিক শাসক জেনারেল আবদেল ফাত্তাহ আস-সিসিরি হাত থেকে দেশকে মুক্ত করার জন্য দলটি এ ডাক দিয়েছে।

২০১১ সালের ২৫ জানুয়ারির বিপ্লব বার্ষিকী উপলক্ষে প্রকাশিত এক বিবৃতিতে ইখওয়ান বলেছে, সামরিক শাসকের হাত থেকে মিশর ও কারাবন্দীদের মুক্ত করার জন্য এমন ঐক্যবদ্ধ বিরোধীদল গঠন করা দরকার। এজন্য সংগঠনটি বিদেশে অবস্থান করা বিচারকদের নেতৃত্ব দেয়ার আহ্বান জানিয়েছে। বিদেশে এ ধরনের ঐক্যবব্ধ সংগঠন গড়ে তোলা সম্ভব হলে তা দেশের বিরোধী রাজনৈতিক কর্মীদেরকে কাজ করতে সহায়তা করবে। মিশর বিপ্লবের স্বার্থ ও বিরোধীদেরকে রক্ষার জন্য সব ধরনের সহিংসতা এড়িয়ে চলার কথাও বলা হয়েছে ইখওয়ানের বিবৃতিতে।
জেনারেল আবদেল ফাত্তাহ আস-সিসি (বামে) ও সাবেক প্রেসিডেন্ট ড. মুহাম্মাদ মুরসি
জেনারেল আবদেল ফাত্তাহ আস-সিসি ২০১৩ সালে ক্ষমতা দখলের পর ওই বছরের ডিসেম্বর মাসে ইখওয়ানুল মুসলিমিনকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে নিষিদ্ধ করেন এবং দলের নেতা-কর্মীদের সম্পদ জব্দ করা হয়। এছাড়া, বহু নেতা-কর্মীকে মৃত্যুদণ্ড দিয়েছে জেনারেল সিসির সরকার। মিশরে পুলিশের বিনা অনুমতিতে কেউ কোনো সভা-সমাবেশ করতে পারবে না বলে সিসি সরকার আইন পাস করে রেখেছে। জেনারেল সিসি ক্ষমতায় আসার পর থেকে এ পর্যন্ত অন্তত ৬০ হাজার বিরোধী নেতা-কর্মীকে আটক করা হয়েছে তবে তিনি এ তথ্য অস্বীকার করে আসছেন।

সূএ: পার্সটুডে