মিগ-২৭ ফাইটার বিধ্বস্ত, ৩ মাসেই ৯টি এয়ারক্রাফট ধ্বংস

আন্তর্জাতিক ডেস্ক:ভারতীয় বিমান বাহিনীর আরেকটি মিগ-২৭ যুদ্ধবিমান রাজস্থানের সিরোহিতে বিধ্বস্ত হয়েছে। পাইলট অক্ষত রয়েছেন। গত তিন মাসে এই নিয়ে নয়টি এয়ারক্রাফট হারালো ভারতীয় বিমান বাহিনী।

রোববার সকালে রাশিয়ার তৈরি পুরনো মিগ-২৭ যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়।

বিমান বাহিনীর ‘রুটিন মিশনে’ মিগ-২৭ ইউপিজি বিমানটি রাজস্থানের যোধপুর থেকে উড্ডয়ন করে।

এরপর যোধপুর থেকে প্রায় ১৮০ কিলোমিটার দূরে সিরোহীর শেওগঞ্জের কাছে গোদানাতে বিমানটি বিধ্বস্ত হয়। তবে তার আগে পাইলট আসন থেকে নিজেকে বিচ্ছিন্ন করতে সক্ষম হন।

গত শতাব্দীর শেষ দিকে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে ভূমিতে হামলা চালাতে সক্ষম এই যুদ্ধবিমানগুলো কিনেছিল ভারত।

১৯৯৯ সালের কারগিল যুদ্ধে পার্বত্য লক্ষ্যস্থলগুলোতে হামলা চালাতে এসব বিমান ব্যবহার করা হয়।

রোববারের দুর্ঘটনা তদন্তে কমিটি গঠন করা হবে বলে জানা গেছে। তবে ভূমিতে কোন জীবন ও সম্পদের হানি হয়নি।

গত জানুয়ারি থেকে এ পর্যন্ত ভারতীয় বিমান বাহিনী একটি জাগুয়ার ফাইটার-বম্বার, দুটি মিগ-২৭ ইউপিজি, দুটি হক ফাইটার, একটি আপগ্রেট টুইন-সিট মিরেজ ২০০০ এবং একটি মিগ-২১ বিসান ফাইটার হারায়।

এর মধ্যে গত ২৭ ফেব্রুয়ারি উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের মিগ-২১ বিসানকে গুলিতে ভূপাতিত করে পাকিস্তান। পাকিস্তান দুটি ভারতীয় বিমান ঘায়েল করার দাবি করলেও ভারত তা স্বীকার করেনি।

তবে একই দিন ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে ভারতীয় বিমান বাহিনী ভুল করে ক্ষেপানাস্ত্র ছুঁড়ে ছয় ক্রুসহ নিজেদের একটি এমআই-১৭ ভি৫ হেলিকপ্টারকে ভুপাতিত করেছে।