মার্কিন লেজার প্রতিরোধী অস্ত্র তৈরি করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক:
লেজার অস্ত্র মোকাবেলার জন্য নতুন ধরণের অস্ত্র তৈরি করেছে ইরান। ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র নৌ ইউনিটের প্রধান রিয়ার অ্যামডিরাল আলী রেজা তাংসিরি আজ (রোববার) এ তথ্য জানিয়েছেন।

আমেরিকার নয়া লেজার অস্ত্র মোকাবেলার লক্ষ্যেই এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানা গেছে।আলী রেজা তাংসিরি আরও বলেছেন, আইআরজিসির নৌ ইউনিটের উন্নত নৌযান তৈরির সক্ষমতা রয়েছে। খুব শিগগিরই ক্ষেপণাস্ত্র সজ্জিত হেলিকপ্টারবাহী যুদ্ধজাহাজ তৈরি করা হবে বলে তিনি জানান।

আমেরিকা কয়েক বছর আগে অত্যাধুনিক লেজার অস্ত্রের পরীক্ষা চালিয়েছে। এই অস্ত্র যে কোনো যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম বলে এর আগে বিশেষজ্ঞরা মন্তব্য করেছিলেন।

সূএ: পার্সটুডে