মার্কিন নীতির কারণে প্রাণ হারাচ্ছে লাখ লাখ মানুষ: ইরান

আন্তর্জাতিক ডেস্ক:ইসলামি প্রজাতন্ত্র ইরানের সংসদ স্পিকারের বিশেষ সহকারি হোসেন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, আমেরিকার ভুল নীতির কারণে বিশ্বে লাখ লাখ মানুষ প্রাণ হারাচ্ছে। সিরিয়ায় পাঁচ লাখের বেশি মানুষ নিহত হয়েছে। পাশাপাশি ক্ষতি হয়েছে ৪০০ বিলিয়ন ডলার।রাজধানী তেহরানে আমেরিকার একদল শান্তিকর্মীর সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন।
আব্দুল্লাহিয়ান বলেন, ইরান গোটা বিশ্বের শান্তি ও নিরাপত্তার জন্য চেষ্টা চালাচ্ছে। ইরান চায় মধ্যপ্রাচ্যের পাশাপাশি গোটা বিশ্বে শান্তির সুবাতাস বয়ে যাক। বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করার চেষ্টা করছে উল্লেখ করে তিনি বলেন, ইরান কখনোই তাদেরকে সফল হতে দেবে না।

এ সময় মার্কিন যুক্তরাষ্ট্রের শান্তিকর্মীরাও আমেরিকার ভুল নীতির কথা স্বীকার করেন এবং ইরাক, সিরিয়া, ইয়েমেন ও লিবিয়ায় সহিংসতা ও সংঘাত ছড়িয়ে দেওয়ার জন্য আমেরিকার নিন্দা জানান।

সূএ: পার্সটুডে