ভুয়া সংবাদ প্রচার: বাংলামেইল২৪ডটকম’র মাল িকসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, সব অ্যাক্রিডিটেশ ন ক‍ার্ড বাতিল

​ঢাকা: ভূয়া খবর প্রকাশের অপরাধে অনলাইন নিউজপোর্টাল বাংলামেইল২৪ডটকম-এর মালিক ও ভারপ্রাপ্ত সম্পাদকসহ ৪ জনের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে (আইসিটি অ্যাক্ট) মামলা ঠুকেছে র‌্যাব। সোমবার দুপুরে রাজধানীর পল্টন থানায় এই মামলা দায়ের করা হয়। এছাড়াও বিতর্কিত ও ভূয়া খবর প্রকাশের কারণে নিউজপোর্টালটির সব অ্যাক্রিডিটেশন ক‍ার্ড বাতিল করেছে তথ্য অধিদপ্তর।

আসামিদের মধ্যে রয়েছেন নিউজ পোর্টালটির মালিক ফজলুল আজিম, ভারপ্রাপ্ত সম্পাদক সাহাদাত উল্যাহ খান, নির্বাহী সম্পাদক মাকসুদুল হায়দার চৌধুরী ও সহ-সম্পাদক প্রান্ত পলাশ। ফজলুল আজিম ছাড়া বাকি ৩ জন বর্তমানে র‌্যাব-৩ এর কার্যালয়ে আটক রয়েছেন।

ৠাব-৩ এর কমান্ডিং অফিসার (সিও) খন্দকার সরোয়ার আলম মামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ভুয়া খবর প্রকাশের কারণে আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তদন্তের স্বার্থে এখনই এ বিষয়ে বেশি কিছু বলা যাচ্ছে না।