ভারত সীমান্তে চীনের অভ্যন্তরীণ নৌবাহিনীর তৎপরতা জোরদার

আন্তর্জাতিক ডেস্ক: ভারত-চীন সীমান্তে থাকা প্যাংগং সো লেকে চীনা গ্যারিসন নতুন অ্যাসাল্ট বোট দিয়ে শক্তি বাড়িযেছে। লেকে এখন অন্তত ছয়টি এ ধরনের বোট রয়েছে। এগুলো দিয়ে অন্তত ৬০ জন সৈন্যের ক্ষিপ্রগতির বাহিনী গঠন করা যায়।

এগুলো বিরোধপূর্ণ লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোলের (এলএসি) কাছে মোতায়েন করা হয়েছে।

টাইট-৯২৮টি অ্যাসাল্ট বোটগুলো সুইডেনের সিবি-৯০-এর মতো। এগুলো বিরোধপূর্ণ উপকূলীয় এলাকায় চীনা বাহিনীর সক্ষমতা অনেকটাই বাড়িয়ে দিয়েছে। চীন প্রথম এ ধরনের যান এই এলাকায় মোতায়েন করে ২০১৯ সালের অক্টোবরে। স্যাটেলাইট ইমাজেরি বিশ্লেষণভিত্তিক এসব যান লেকের পশ্চিম প্রান্তে দেখা গেছে।

টাইপ-৯২৮ডি (৪৫ ফুট) অ্যাসাল্ট বোট নির্মাণ করেছে চাঙঝু এফআরপি শিপিয়ার্ড লি.। এই শিপইয়াড গ্লাস রিইনফোর্সড প্লাস্টিক বোট নির্মাণের জন্য বিশেষায়িত। চীনা সশস্ত্র বাহিনীর জলাশয় এলাকায় কার্যক্রমে এগুলো বেশ কার্যকর।

২৯৫ হর্সপাওয়ারের মটরযুক্ত এসব বোটের সর্বোচ্চ গতি ৩৮.৯ নট। একেকটি বোট ১১ জন পর্যন্ত সৈনিক বহন করতে পারে। এগুলো ১২.৭ এমএম ভারী মেশিনগানে সজ্জিত। এটি কেবিনের উপর রিমোট উইপনস স্টেশন (আরডব্লিউএস)-এ বসানো। ফলে গানগুলোর গুলি বর্ষণ ক্ষমতা অনেক বেশি। এছাড়া আফটার-ডেকে দুটি ক্রু-সার্ভড মেশিন গানও রয়েছে।

-নেভাল নিউজ