ভারত-পাকিস্তান উত্তেজনা নিয়ে যা বলল ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: কাশ্মীরের পুলওয়ামায় হামলার জেরে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা দিন দিন বেড়েই চলছে। এবার এ বিষয়ে মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার কথায়, ‘এই মুহূর্তে এই দুই দেশের মধ্যে যা চলছে, তা অত্যন্ত ভয়ঙ্কর। পরিস্থিতি খুবই খারাপ। আমরা চাই এটা (হিংসা) থামুক। কতগুলো মানুষ বিনাদোষে মারা গেলেন। আমরা চাই এটা বন্ধ হোক অবিলম্বে।’
গতকাল শুক্রবার হোয়াইট হাউজের ওভাল অফিসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘ভারত এখন অত্যন্ত শক্তিশালী পদক্ষেপ গ্রহণ করার চেষ্টা করছে। এই হানায় ভারতের প্রায় ৫০ জন মারা গেছে। আমি এই অনুভূতিটা বুঝতে পারি।’
ভারত-পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্র যোগাযোগ রাখছে বলেও উল্লেখ করেন ট্রাম্প। তিনি বলেন, ‘আমরা কথা বলছি। বহু মানুষ কথা বলছেন। সকলেই চান এই ব্যাপারটির একটি ইতিবাচক নিষ্পত্তি হোক। দুপক্ষেরই অত্যন্ত ভারসাম্য রেখে চলা দরকার। যে ঘটনা ঘটেছে, তারপর ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে বহু সমস্যার জন্ম দিয়েছে।’
গত ১৪ ফেব্রুয়ারি কাশ্মীর উপত্যকায় ভারতীয় সেনার ওপর সবচেয়ে বড় হামলা চালায় জঙ্গিরা। এ হামলায় ৪৪ জন সেনা নিহত হন। ঘটনার দায় স্বীকার করে নিয়েছে জঙ্গি সংগঠন জইশ-ই-মোহম্মদ। এর পর থেকেই পাকিস্তানের বিরুদ্ধে ক্ষোভে, বিরক্তিতে ফেটে পড়ে ভারত। কূটনৈতিকভাবে পাকিস্তানকে একঘরে করে দেওয়ার প্রক্রিয়াও ভারত শুরু করে আন্তর্জাতিক মহলে।
গতকাল শুক্রবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ভারতকে সতর্ক করে বলেছেন, মোদি প্রশাসন এই মুহূর্তে যা করছে তার জবাব দেওয়ার ক্ষমতা রয়েছে পাক সেনার।