ভারতে মধ্য আকাশে ২ বিমানের সংঘর্ষ : ১ পাইলট নিহত

 

 

আন্তর্জাতিক ডেস্ক: সংঘর্ষের আগে এ অবস্থায় ছিল বিমান দুটি। ওপরের বিমানে ১ এবং নিচেরটিতে ২ জন পাইলট ছিলেন

ভারতীয় বিমান বাহিনীর বা আইএএফের বিমান অ্যারোবেটিক দল ‘সূর্য কিরণের’ দু’টি বিমান আজ (মঙ্গলবার) মধ্য আকাশে সংঘর্ষের ফলে বিধ্বস্ত হয়েছে। দু’টি বিমানে তিনজন পাইলট ছিলেন এবং এদের মধ্যে একজন নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। অপর দুই জন সামান্য আহত হলেও নিরাপদে বের হয়ে আসতে পেরেছেন।

অ্যারোবেটিক দলটি অনুশীলন চালানোর সময়ে ব্যাঙ্গালুরের আকাশে এ সংঘর্ষ ঘটে। ‘অ্যারো ইন্ডিয়া ২০১৯’তে অংশগ্রহণের জন্য এ অনুশীলন চালানো হচ্ছিলো। ১৯৯৬ সালে ‘সূর্য কিরণ অ্যারোবেটিক টিম’ বা এসকেএটি গঠন করা হয়।

আগামীকাল থেকে  শুরু হয়ে এ বিমান মেলা ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলার কথা রয়েছে। দু’বছর পর পর বিশ্বের অন্যতম বৃহৎ এ বিমান মেলার আয়োজন করা হয়। ২০১৭ সালের মেলায় বিশ্বের ২২টি দেশের ২১৩টি কোম্পানিসহ মোট ৪৪৭টি কোম্পানি অংশ নিয়েছিল।

সূএ: পার্সটুডে