ভারতে পাচারকালে ইলিশ মাছ উদ্ধার

হিলি সংবাদদাতা: দিনাজপুরের হিলি সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচারকালে দেশীয় ইলিশ মাছ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার হিলি সীমান্তের চেকপোষ্ট গেটের সামনে থেকে মাছগুলি উদ্ধার করা হয়।

বিজিবির হিলি সিপি ক্যাম্প কমান্ডার সুবেদার ইলিয়াছ মিয়া জানান, ভারত থেকে আমদানিকৃত পাথর নিয়ে আসা ভারতীয় ট্রাক বন্দরে পণ্য খালাস করে রোববার সকালে পুনরায় ভারতে ফেরত যাওয়ার সময় ট্রাকে করে ইলিশ মাছ নিয়ে যাচ্ছে এমন সংবাদ পায় বিজিবি।

সেই সংবাদের ভিত্তিতে হিলি আইসিপি চেকপোষ্টে দায়িত্বরত বিজিবির নায়েক রাকিব হোসেন ভারতীয় ট্রাকে তল্লাশি চালিয়ে ৩০ পিস ইলিশ মাছ উদ্ধার করে যার ওজন ২৪ কেজি। এসময় একই স্থান থেকে ভারতীয় ৯ পিস শাড়িও উদ্ধার করা হয়। পরে মালামালগুলি সিজার লিষ্টের মাধ্যমে হিলি শুল্কস্টেশনে জমা দেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন।