ভারতে ওষুধ কারাখানার গ্যাসে ২ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের অন্ধ্র প্রদেশের একটি ওষুধ কারখানা থেকে নির্গত গ্যাসে দুই জনের মৃত্যু হয়েছে আর অসুস্থ হয়ে পড়েছে আরও চার জন। গত সোমবার রাতে বন্দর শহর বিশাখাপত্তনমের পারওয়ারা এলাকায় সেইনর লাইফ সায়েন্সেস এর একটি ইউনিট থেকে গ্যাস লিক করা শুরু করে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, গ্যাস লিক করার সঙ্গে সঙ্গে কারখানাটির কর্মীরা পুলিশকে খবর দেয়।
পুলিশ কর্মকর্তারা জানিয়েছে, স্থানীয় সময় রাত প্রায় সাড়ে ১১টার দিকে বেনজিমিডাজোল গ্যাস লিকের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পারওয়ারা এলাকাটি বন্ধ করে দেওয়া হয়।

মাত্র দুই মাস আগে ভারতজুড়ে লকডাউন চলাকালে বিশাখাপত্তনমে এলজি পলিমারের একটি বন্ধ থাকা রাসায়নিক কারখানা থেকে গ্যাস লিক করেছিল। তাতে ১১ জনের মৃত্যু হয়েছিল আর অসুস্থ হয়ে পড়েছিল এক হাজার জনেরও বেশি।