ভারতীয় সীমান্তে সৈন্য জড়ো করছে চীন- মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক: ভারতীয় সীমান্তের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর চীন অতিরিক্ত সৈন্য জড়ো করছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি নেতৃত্বাধীন শাসকগোষ্ঠীকে ‘স্বৈরাচারী’ উল্লেখ করে উত্তর ভারতীয় সীমান্তে বেইজিংয়ের সৈন্য মোতায়েনের এই খবর দিয়েছে পম্পেও।

লাদাখ এবং নর্থ সিকিম সীমান্তের বেশ কিছু এলাকায় সম্প্রতি সেনাবাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করেছে চিরবৈরী দুই প্রতিবেশি চীন-ভারত। দুই সপ্তাহ আগে উভয় দেশের সৈন্যদের মধ্যে অন্তত দু’বার হাতাহাতির ঘটনা ঘটে; তারপর থেকে দুই দেশের উত্তেজনা ব্যাপক পরিমাণে বৃদ্ধি পেয়েছে।