ভারতীয় সাবমেরিন ‘রুখে’ দিল পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের একটি সাবমেরিনকে রুখে দিয়েছে পাকিস্তানের নৌবাহিনী। আজ (মঙ্গলবার) পাকিস্তানের নৌবাহিনীর মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। গতরাতে ভারতের একটি সাবমেরিন পাকিস্তানের পানিসীমায় প্রবেশের চেষ্টা করলে পাকিস্তানের নৌবাহিনী সেটাকে আটকে দেয়।
পারমাণবিক অস্ত্রের অধিকারী দুই প্রতিবেশী দেশের সীমান্তে সপ্তাহব্যাপী চলা উত্তেজনার মধ্যে ভারতীয় নৌবাহিনীর এই পদক্ষেপকে উসকানি হিসেবে দেখছে পাকিস্তান। পাক নৌবাহিনীর ওই মুখপাত্র বলেছেন, অত্যাধুনিক প্রযুক্তির ওই ভারতীয় সাবমেরিনটিতে ইচ্ছে করলেই হামলা করতে পারত পাকিস্তান। কিন্তু পাকিস্তান সরকার যুদ্ধ নয়, শান্তির নীতি গ্রহণ করায় সাবমেরিনটিকে অক্ষত অবস্থায় চলে যেতে পেরেছে।

ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা নতুনকরে শুরু গত ২৬ ফেব্রুয়ারি। ভারতীয় বিমানবাহিনী সেদিন ভোরে পাকিস্তানে ঢুকে হামলা করে। অবশ্য ভারতের যুদ্ধবিমান ভূপাতিত করার পরে দেশটির আটক পাইলটকে শান্তির উদ্দেশ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান মুক্ত করে দেন।

সূএ: পার্সটুডে