ভানুয়াতুতে শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

দিল্লি-সহ উত্তর ভারতের বড় অংশে ভূমিকম্প

নিউজ নাইন২৪, ডেস্ক: দক্ষিণ  প্রশান্ত মহাসাগরের দ্বীপদেশ ভানুয়াতুতে ৭ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভুমিকম্প আঘাত এনেছে।  ভূমিকম্পের পর ভানুয়াতু ও তৎসংলগ্ন অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয় ।

রোববার বাংলাদেশ সময় বেলা দুইটা ২২ মিনিটে দেশটির সানমা প্রদেশের এসপিরিতু সান্তো দ্বীপের পোর্ট অর্লি শহরের ৮১ কিলোমিটার উত্তর উত্তরপশ্চিমে এ ভূমিকম্প আঘাত হানে। শক্তিশালী এ ভূমিকম্পে ব্যাপক  ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে ।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)  বলছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠের মাত্র  ৩৫ কিলোমিটার গভীরে। সংস্থাটির ভূমিকম্পের খবর দেওয়ার পর সুনামি সতর্কতা কেন্দ্র থেকে বলা হয়, ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে ৩০০ কিলোমিটারের মধ্যে সুনামির আশঙ্কা করা হচ্ছে।