ব্রাজিলে ভারি বৃষ্টিতে ১৬ জনের মৃত্যু

নিউজ নাইন২৪ডটকম, ডেস্ক: ব্রাজিলের সাও পাওলোতে অব্যাহত ভারি বৃষ্টিতে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, গত বুধবার মধ্যরাত থেকে শুরু হওয়া বৃষ্টিতে এ পর্যন্ত  ফ্রান্সিসকো মোরাতো শহরে ৯ জন এবং মাইরিপোড়া শহরে ৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে দমকল বাহিনী।
এছাড়াও, গুয়ারুলোস এবং কাজামার শহরে বৃষ্টির পানিতে ভেসে গিয়ে মৃত্যু হয়েছে আরও অন্তত ৩ জনের। যদিও, বৃষ্টিতে এখন পর্যন্ত নিখোঁজের সঠিক সংখ্যা সম্পর্কে নিশ্চিত করে কিছু জানায়নি কর্তৃপক্ষ।

7aafda8e-3172-4818-84d1-1f809810e64a

In this aerial photo, an amusement park is surrounded by flood water in Franco da Rocha, in the greater Sao Paulo area, Brazil, Friday, March 11, 2016. Brazilian officials say mudslides and flooding caused by heavy downpours killed at least 16 people including a 4-year-old boy in low income neighborhoods on the outskirts of Sao Paulo. (AP Photo/Andre Penner)

প্রবল বর্ষণে ব্রাজিলের সাও পাওলে ভয়াবহ বন্যা ও ভ‚মিধস দেখা দিয়েছে, ডুবে গেছে অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা।
প্রবল বর্ষণে ব্রাজিলের সাও পাওলে ভয়াবহ বন্যা ও ভ‚মিধস দেখা দিয়েছে, ডুবে গেছে অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা।