বুড়িগঙ্গার তীরে শতাধিক স্থাপনা উচ্ছেদ

নিউজ ডেস্ক : ঢাকার চারপাশে নদী দখল মুক্ত করতে চতুর্থ ধাপে দ্বিতীয় দফার দ্বিতীয় দিনে ৪১তম কার্যদিবসে বুড়িগঙ্গা নদীর উভয়ে তীরে একযোগে উচ্ছেদ অভিযান শুরু করে বিআইডব্লউটিএ। বুধবার সকাল ৯টায় রাজধানীর বাদামতলী ও ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার চরমিরের বাগ এলাকা এ অভিযান চলে।

দুপুর একটা পর্যন্ত টিনসেট আধাপাকা ভবন প্রায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বিআইডব্লউটিএর ঢাকা নদী বন্দরের যুগ্ম পরিচালক একেএম আরিফ উদ্দিন জানায় বুধবার বিকাল ৫টা পর্যন্ত আরো শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।