বি-বাড়িয়ায় কম্বাইন্ড হারভেস্টার মেশিনে ধান কাটা হচ্ছে

বি-বাড়িয়ায় কম্বাইন্ড হারভেস্টার মেশিনে ধান কাটা হচ্ছে

বি-বাড়িয়া সংবাদদাতা: বি-বাড়িয়ার নাসিরনগর উপজেলায় প্রথমবারের মতো জাপানের তৈরি ধান কাটা মেশিন ‘কম্বাইন্ড হারভেস্টার’ দিয়ে ধান কাটা হচ্ছে। এতে কৃষক খুশী।

উপজেলার গোর্কন ইউনিয়নের জেঠাগ্রামের আবুল বাসার মেশিনটি কিনেছেন।

সোমবার সকালে চৈয়ারকুড়ি গ্রামে ধান কাটা ও মাড়াইয়ের যন্ত্র কম্বাইন্ড হারভেস্টার প্রদর্শনী হয়। প্রদর্শনীতে কৃষক এই মেশিনের সাহায্যে জমির ধান কাটেন এবং মাড়াই করেন।

ধান কাটা প্রদর্শনীতে কৃষক ইনসাব আলী জানান, এই মেশিন দিয়ে ধান কাটা ও মাড়াইয়ে ৫০ থেকে ৬০ শতাংশ খরচ কমানো যায়। এসব কাজ শ্রমিক দিয়ে করাতে হলে কৃষকের দ্বিগুণ টাকা খরচ হয়।

কম্বাইন্ড হারভেস্টার মেশিনের মালিক আবুল বাসার জানান, তিনি ৩০ লাখ টাকা দিয়ে মেশিনটি কিনেছেন। এই মেশিন দিয়ে কৃষক এক সঙ্গে ধান কাটা, খড় কাটা ও মাড়াই সুবিধা পাবেন। ফলে কৃষক স্বল্প সময়ে কম খরচে ধান ঘরে তুলতে পারবেন।

এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা আনিচ্ছুজ্জামান জানান, বিশ্বের বিভিন্ন কৃষিপ্রধান দেশে উন্নত প্রযুক্তির ধান কাটার এই কম্বাইন্ড হারভেস্টার মেশিন ব্যবহার হয়। এই মেশিনের ফলে চাষিদের সময়, অর্থ সাশ্রয় হবে এবং শারীরিক পরিশ্রম লাঘব হবে।