বিএনপির ১৭ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নিউজ নাইন২৪ডটকম, ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর থানার নাশকতা মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ ৩১ জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ এবং বরকতউল্লাহ বুলুসহ ১৭ নেতা-কর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

বুধবার বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনে মোহাম্মদপুর থানায় দায়ের করা মামলার অভিযোগপত্র আমলে নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এ আদেশ দেন। বরকতউল্লাহ বুলুর আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন মেজবা বিষয়টি নিশ্চিত করেছেন।

চার্জশিট থেকে জানা যায়, ২০১৫ সালের ২২ জানুয়ারি বিএনপির হরতাল-অবরোধ চলাকালে মোহাম্মদপুর থানাধীন বেড়িবাঁধ এলাকায় হিউম্যান হলারে ককটেল নিক্ষেপ করা হলে গাড়িটির হেলপার আহত হন এবং গাড়িটির ক্ষয়-ক্ষতি হয়। পরে মোহাম্মদপুর থানার এসআই মেজবাউদ্দিন বাদী হয়ে মামলা দায়ের করেন।

২০১৫ সালের ২৩ অক্টোবর বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, রুহুল কবির রিজভী, বরকতউল্লাহ বুলু, বিএনপির সনির্ভর বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল আলম নীরবসহ ৩১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন এসআই নুরুল ইসলাম শিকদার।