বিএনপির মনোনয়ন ফরম বিতরণ শুরু

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ শুরু করেছে বিএনপি। সোমবার ১২ অক্টোবর সকাল ১০টার দিকে ফেনী-১ আসনে খালেদা জিয়ার পক্ষে ফরম ক্রয়ের মধ্যদিয়ে মনোনয়ন বিক্রি শুরু হয়। এরপর খালেদা জিয়ার পক্ষে বগুড়া সদর আসনের মনোনয়ন ফরম ক্রয় করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দীর্ঘ ১০ বছর ক্ষমতার বাহিরে থাকা দলটির মনোনয়ন ফরম সংগ্রহ করতে দলে দলে মিছিল নিয়ে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আসছেন। জানা গেছে, কারাবন্দি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মনোনয়ন ফরম দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কেনার মধ্য দিয়ে প্রাথমিকভাবে শুরু হয়।

এর আগে বিএনপিসহ জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোটের আসার ঘোষণার মধ্য দিয়ে একটা অংশগ্রহণমূলক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের পরিবেশ তৈরি হয়। সব দলের অংশগ্রহণের মধ্য দিয়ে একটা অংশগ্রহণমূলক নির্বাচনের যে অনিশ্চয়তা ছিলো, দুই জোটের সে ঘোষণায় তা কেটে গেছে।

গত দশম জাতীয় সংসদ নির্বাচন বিএনপিসহ বেশ কিছু রাজনৈতিক দল বর্জন করে। শুধু তাই নয়, নির্বাচনকে প্রতিহত করতে লাগাতার আন্দোলনের কর্মসূচি চালিয়ে যায় বিএনপির নেতৃত্বাধীন জোট। ওই কর্মসূচিকে কেন্দ্র করে সারা দেশজুড়ে ভাঙচুর, অগ্নিসংযোগ, বোমাবাজি, সহিংসতা ও নাশকতার ঘটনাও ঘটে। সেসব ঘটনায় শতাধিক মানুষ প্রাণ হারায়। অত্যন্ত প্রতিকূল ও অনিশ্চয়তার মধ্য দিয়ে ওই নির্বাচন অনুষ্ঠিত হয়।

১ নভেম্বর ও ৭ নভেম্বর দুই দফায় বিএনপিসহ জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপ করেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংলাপে তাদের কিছু দাবি মেনে নেওয়া হলেও সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠানের কথা স্পষ্ট জানিয়ে দেয় আওয়ামী লীগ। এ অবস্থায় বিএনপি বা জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনে আসবে কি-না, তা নিয়ে একটা অনিশ্চয়তা থেকে যায়। তবে রোববার (১১ নভেম্বর) জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচনে আসার ঘোষণার মধ্য দিয়ে সেই অনিশ্চয়তা কেটে যায়।