‘বাংলাদেশ হবে ২৫তম বৃহৎ অর্থনীতির দেশ’

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি প্রকাশিত আন্তর্জাতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ বর্তমানে বিশ্বের ৪১ তম বৃহৎ অর্থনীতির দেশ এবং খুব শীঘ্রই তারা ২৫তম দেশে পরিণত হতে যাচ্ছে।

এক সময় তলাবিহীন ঝুড়ি হিসেবে আখ্যায়িত হওয়া বাংলাদেশ কোটি কোটি মানুষের শ্রমের ঘামে সেই অপবাদ ঝেড়ে মুছে বিশ্বের ৪১তম বৃহৎ অর্থনৈতিক শক্তি। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর দ্বারপ্রান্তে দাঁড়িয়ে বাংলাদেশ নিম্ন মধ্য আয়ের দেশের পরিচয়ও মুছে ফেলে মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হওয়ার পথে। জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) থেকে শুরু করে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনেও বাংলাদেশ আছে সঠিক পথেই। সেন্টার ফর ইকোনোমিক অ্যান্ড বিজনেস রিসার্চ (সিআইবিআর) এ প্রতিবেদনটি প্রকাশ করেছে।

এ রিপোর্ট অনুযায়ী, আর মাত্র সাত বছর পর যুক্তরাষ্ট্রকে হটিয়ে চীন হবে বিশ্বের বৃহত্তম অর্থনীতি। ২০৩০ সালে ভারত হবে তৃতীয়। আর ২০৩৫ সাল নাগাদ ১৯৩টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান বহু ধাপ ওপরে উঠে পৌঁছে যাবে ২৫ নম্বরে। ২০২০ সালের সূচক অনুযায়ী বাংলাদেশ এখন বিশ্বের ৪১তম বৃহৎ অর্থনীতির দেশ।

রিপোর্টে আরও বলা হয়, আগের বছরগুলোতে বাংলাদেশে জিডিপির প্রবৃদ্ধি ছিল বেশ ভালো। লকডাউনের কারণে অনেক দেশে অর্থনৈতিক মন্দা দেখা দিলেও বাংলাদেশ তা এড়াতে পেরেছে। ২০২০ সালে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৩.৮% হবে বলে মনে করা হচ্ছে। ২০১৯ সালে বাংলাদেশের প্রবৃদ্ধি হয়েছিল ৮.২%।

সিইবিআরের পূর্বাভাসে বলা হচ্ছে, ২০২১ সাল হতে ২০২৫ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতির প্রবৃদ্ধি ঘটবে গড়ে ৬.৮% হারে। তবে এর পরের দশ বছরে এ হার কিছুটা কমে গড়ে ৬.৫% হবে। আবার ২০২০ থেকে ২০৩৫ সালের মধ্যে বিশ্ব অর্থনীতির সূচকে বাংলাদেশের উন্নতি হবে উল্লেখযোগ্য। এখন বাংলাদেশের অর্থনীতি আছে ৪১ নম্বরে। কিন্তু ২০৩৫ সালে বাংলাদেশ হবে ২৫তম অর্থনৈতিক শক্তি।