বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ লুট, মামলার তদন্ত করবে সিআইডি

নিউজ নাইন২৪ডটকম, ঢাকা: বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ লুটের ঘটনায় মামলা দায়ের করেছে বাংলাদেশ ব্যাংক। দায়ের করা মামলাটি তদন্ত করবে বাংলাদেশ পুলিশ-এর চৌকশ ব্রাঞ্চ সিআইডি (ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট) ।

আজ মঙ্গলবার দুপুর আড়াই টার দিকে রাজধানীর মতিঝিল থানায় মামলাটি দায়ের করা হয়। বাংলাদেশ ব্যাংকের যুগ্ম-পরিচালক মো. জোবায়ের বিন হুদা বাদি হয়ে এ মামলাটি দায়ের করেন।

মতিঝিল থানার ডিউটি অফিসার নিশাদ জাহান জানান, ঘটনাটি চাঞ্চল্যকর মামলা হিসেবে সিআইডি পুলিশ তদন্ত করবেন বলে জানান তিনি।
এরআগে মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, আজ দুপুর আড়াইটার দিকে মানি লন্ডারিং আইনে মামলাটি দায়ের করা হয়েছে। মামলা নম্বর ১৩। তবে এ মামলায় আসামি হিসেবে কারও নাম উল্লেখ করা হয়নি বলে জানান তিনি।