ফাঁসি থেকে বাঁচতে ২৫ মিলিয়ন মার্কিন ডলার খরচ করে মীর কাশেম

নিউজনাইন২৪ডটকম, চট্টগ্রাম: ‘মীর কাসেম আলী ফাঁসি থেকে বাঁচতে ও তার বিচার বন্ধ করার জন্য ২৫ মিলিয়ন মার্কিন ডলার খরচ করেছে।  সে টাকা দিয়ে আইন-আদালত কিনতে চেয়েছিল।  সে টাকা দিয়ে বাংলাদেশ কিনতে চেয়েছিল।  আল্লাহর অশেষ রহমত, টাকা দিয়ে মীর কাসেম বাংলাদেশ কিনতে পারেনি।  স্বাধীন দেশে স্বাধীনতাবিরোধী মীর কাসেমের ফাঁসি হয়েছে।  ফাঁসিতে ঝুলিয়ে মীর কাসেমের মৃত্যু এখন সময়ের ব্যাপার মাত্র। ’

চট্টগ্রামের আলবদর বাহিনীর প্রধান মীর কাসেম আলীর ফাঁসির রায় আপিল বিভাগে বহাল থাকার খবর শুনে সাংবাদিকদের কাছে এমন প্রতিক্রিয়া জানিয়েছেন একাত্তরে তার হাতে নির্যাতিত জয় বাংলা বাহিনীর উপ-প্রধান মুক্তিযোদ্ধা এবং সাক্ষী  জাহাঙ্গীর চৌধুরী।

জাহাঙ্গির বলেন, ‘মীর কাসেমের ছেলে আমার কাছে এসেছিল।  আমাকে সাক্ষ্য ন‍া দেয়ার জন্য কনভিন্স করতে চেয়েছিল।  আমি বলেছি, তোমার বাবা কুত্তার মত মানুষ মেরেছে।  নিরীহ মানুষকে নির্যাতন করেছে।  যত বাধা আসুক, আমি তোমার বাবার বিরুদ্ধে সাক্ষ্য দেব। ’ বলেন জাহাঙ্গীর চৌধুরী।

‘মীর কাসেম আলী ব্যবস‍া করে কোটি কোটি টাকা ইনকাম করেছিল।  সে ভেবেছিল, টাকা দিয়ে সবকিছু হয়।  দুনিয়ায় সবকিছু যেন ‍টাকা দিয়ে কেনা সম্ভব, সে এটাই ভেবেছিল।  কিন্তু টাকা দিয়ে সে নিজেকে রক্ষা করতে পারেনি। ’

‘একজন মানুষ, শেখ হাসিনা, তিনি প্রধানমন্ত্রী বলেই আমরা ন্যায়বিচার পেয়েছি।  তিনি প্রধানমন্ত্রী বলেই যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে। ’ বলেন জাহাঙ্গীর চৌধুরী।

রায়ে সন্তুষ্টির কথা জানিয়ে তিনি বলেন, ‘এ মুহুর্তে মৃত্যু হলেও আমার আর কোন আফসোস থাকবে না।  মীর কাশেম আলীর ফাঁসির রায়ে আমার আত্মা তৃপ্ত।  আমি এখন মরেও শান্তি পাব। ’

২০১৪ সালের ১৯ মার্চ ট্রাইব্যুনালে ১৬ তম সাক্ষী হিসেবে মীর কাসেম আলীর বিরুদ্ধে গিয়ে সাক্ষ্য দেন জাহাঙ্গীর চৌধুরী।

মীর কাশেম-স্বাক্ষী-জাহাঙ্গীর আলম
জয় বাংলা বাহিনীর উপ-প্রধান মুক্তিযোদ্ধা এবং সাক্ষী জাহাঙ্গীর চৌধুরী