‘ফসলের দাম না পেলে এবার কৃষক ধর্মঘট ডাকতে বাধ্য হবে’

নিজস্ব প্রতিবেদক: রাশেদ খান মেনন বলেন, গত ১১ বছরে বাংলাদেশ অনেক এগিয়েছে, অনেক উন্নয়ন হয়েছে। কিন্তু সেই উন্নয়নের সাথে আমাদের সাধারণ মানুষ কতটুকু যুক্ত হতে পেরেছে, সেটা আজকে পর্যবেক্ষণ করা প্রয়োজন। কারণ, আজকে যদিও এক লক্ষ ৪০ হাজার কোটিপতির জন্ম হয়েছে, দারিদ্রসীমার নীচের লোকজনের সংখ্যা শতকরা হারে কমে এসেছে, তারপরও এখনও বিভিন্ন জেলায় সেই হার ৬০ থেকে ৭০ শতাংশ’।

গতকাল বিকেলে যশোরের এক স্কুল মাঠের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় রাশেদ খান মেনন এ কথা বলেন।

তিনি বলেন, আমরা দেখছি, মানুষ আরও গরীব হয়েছে। কৃষক যে ফসল ফলায় সেই ফসলের দাম পায় না। কৃষক আজ অনেক বড় অনিশ্চয়তার সম্মুখীন। আমন মৌসুম চলে যাচ্ছে, এখনও কৃষক তার ধান ঘর থেকে সরকারি গুদামে দিতে পারেনি। যাদের ঘরে ধান নেই, যারা ধান চাষ করেনি, লটারির নামে ধান কিনে নিচ্ছে।

মেনন বলেন, সামনে বোরো ফসল। শীতের কারণে সেই বোরোর বীজতলা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপরও কৃষক জান দিয়ে বোরো ফসল করবে। কিন্তু আমরা হুশিয়ারি দিয়ে বলতে চাই, এবার যদি কৃষক তার ধান, সবজির দাম না পায়, তাহলে কৃষক এবার তার ফসলের নায্য দাম পেতে ধর্মঘটের ডাক দিতে বাধ্য হবে। অমল সেন সেই পথই আমাদের দেখিয়ে গেছেন’।