‘প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতির চিকিৎসা কেন বিদেশে করা হচ্ছে’

জাহালম কাণ্ডঃ হাইকোর্টের রায় ২৯ সেপ্টেম্বর

নিজস্ব প্রতিবেদক: জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ হওয়ার পর তার আইনজীবী জয়নুল আবেদীন বলেছেন, সরকারের রোষানলে সর্বোচ্চ আদালতেও জামিন পেলেন না খালেদা জিয়া। সরকারের ইচ্ছায় খালেদার সাজা হয়েছে আর জেলখানায় থাকতে হচ্ছে।

তিনি আরও বলেন, বিএসএমএমইউতে খালেদা জিয়ার সঠিক চিকিৎসা হচ্ছে না। যদি বিএসএমএমইউতে ভালো চিকিৎসা হতো তাহলে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ও ওবায়দুল কাদেরের চিকিৎসা কেন বিদেশে করা হচ্ছে?

বৃহস্পতিবার জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আবেদন সর্বসম্মতিক্রমে খারিজ করে দেয় প্রধান বিচারক সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের ছয় সদস্যের বেঞ্চ।

জামিন আবেদন খারিজ করা ছাড়াও আদালত রায়ের অবজারভেশনে বলেছে, খালেদা জিয়া যদি সম্মতি দেন তাহলে তাকে বায়োলজিক্যাল ট্রিটমেন্ট দেয়া হবে।