প্রথমবারের মতো চুয়াডাঙ্গায় শুরু হচ্ছে ৩দিন ব্যাপী নজরুল সম্মেলন

নিউজ নাইন২৪ডটকম, চুয়াডাঙ্গা: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মরণে প্রথমবারের মতো চুয়াডাঙ্গায় শুরু হচ্ছে নজরুল সম্মেলন। কবির স্মৃতি বিজড়িত চুয়াডাঙ্গার কার্পাসডাঙ্গায় শুক্রবার থেকে তিন দিনব্যাপী এ সম্মেলন শুরু হতে যাচ্ছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়েজিত সংবাদ সম্মেলনে গৃহীত কর্মসূচি সম্পর্কে বিভিন্ন তথ্য দেন জেলা প্রশাসক সায়মা ইউনুস।

তিনি জানান, চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও  নজরুল ইনিস্টিটিউটের যৌথ উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত এ সম্মেলনের উদ্বোধনী দিনে প্রধান অতিধি থাকবেন জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মঞ্জুরুর রহমান ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহা-পরিচালক হামিদুর রহমান। নজরুল ইনিস্টিটিউটের নির্বাহী পরিচালক ইকরাম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে স্বাগত ভাষণ দেবেন ইনিস্টিটিউটের সচিব আব্দুর রহিম। কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় মাঠে উদ্বোধনী দিনে মূখ্য আলোচক থাকবেন পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক (অব.) এনামুল হক।

জেলা প্রশাসক জানান, উদ্বোধনী দিনে সঙ্গীত আয়োজনে নজরুলের গান পরিবেশন করবেন এম এ মান্নান, ফাতেমা-তুজ-জোহরা, ইয়াকুব আলী খান, ড. লীনা তাপসী খান, নাসিমা শাহীন ও চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা। আবৃত্তি করবেন সীমা ইসলাম ও মরিয়ম শেলী। সম্মেলনের দ্বিতীয় ও তৃতীয় দিনে প্রধান অতিথি থাকবেন যথাক্রমে খুলনা বিভাগীয় কমিশনার আব্দুস সামাদ ও চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নজরুল ইনিস্টিটিউটের উপ-পরিচালক রেজা উদ্দিন স্ট্যালিন, প্রশাসনিক কর্মকর্তা রবিউল হক, অতিরিক্ত জেলা প্রশাসক আনজুমান আরা প্রমুখ।