পূজা দিতে ঢাকেশ্বরী মন্দিরে প্রধান বিচারপতি

ঢাকেশ্বরী মন্দিরে লক্ষ্মীপূজায় অংশ নিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।
বৃহস্পতিবার বিকেলে ঢাকেশ্বরী মন্দিরে যান প্রধান বিচারপতি।  লক্ষীপূজা উপলক্ষে তিনি সেখানে যান এবং পূজায় অংশ নেন। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী সুষমা সিনহা।
ঢাকেশ্বরী মন্দিরের ব্যবস্থাপক তপন ভট্টচার্য্য বলেন, ‘পূজা দিতে সস্ত্রীক এসেছিলেন প্রধান বিচারপতি। তিনি ২০ মিনিটের মতো ছিলেন। ঢাকেশ্বরী মন্দিরের দ্বিতীয় তলায় অফিস কক্ষে কিছুক্ষণ বসেছিলেন প্রধান বিচারপতি।
হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত ও গণতান্ত্রিক আইনজীবী সমিতির সভাপতি সুব্রত চৌধুরী তার সঙ্গে ছিলেন।