পিলখানা ট্র্যাজেডি থেকে শিক্ষা নিচ্ছে বিজিবি -মহাপরিচালক

করোনায় বেনাপোল সীমান্তে বিজিবির টহল জোরদার

নিজস্ব প্রতিবেদক: ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় তৎকালীন বিডিআর জওয়ানদের (বর্তমানে বিজিবি) একটি গ্রুপ বিদ্রোহ করে মহাপরিচালকসহ (ডিজি) ৫৭ সেনা কর্মকর্তাকে হত্যা করে। পিলখানার ওই ট্র্যাজেডি থেকে শিক্ষা নিয়ে বিজিবি ঘুরে দাঁড়াচ্ছে বলে জানিয়েছেন মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলাম। ইতিহাসে জঘন্যতম ওই হত্যাকা-ের ১১তম বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বনানীতে সামরিক কবরস্থানে তিনি এ কথা বলেন।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক বলেন, পিলখানা ট্র্যাজেডি থেকে শিক্ষা নিয়ে বিজিবি ঘুরে দাঁড়াচ্ছে। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে, সে জন্য আমরা তৎপর রয়েছি। বিজিবি বর্তমানে সমৃদ্ধ একটি বাহিনী। জেলা পর্যন্ত এর গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে।