পাটকল শ্রমিকদের মজুরি কমিশন বাস্তবায়নের দাবি

নিজস্ব প্রতিবেদক: সরকার ঘোষিত রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের মজুরি কমিশন বাস্তবায়নের দাবি জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা। মঙ্গলবার রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের অফিসে জাতীয় শ্রমিক পার্টির নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ দাবি জানান।

জাতীয় পার্টির মহাসচিব বলেন, রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা বর্তমানে মানবেতর জীবন-যাপন করছে। এ সেক্টরের সঙ্গে প্রায় দেড় কোটি মানুষ কষ্টকর জীবন-যাপন করছে। অন্যান্য সেক্টরে মজুরি কমিশন বাস্তবায়ন হলেও রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের মজুরি কমিশন বাস্তবায়ন না হওয়াটা অত্যন্ত দুঃখজনক। অবিলম্বে রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের মজুরি কমিশন বাস্তবায়নে সরকারের আন্তরিকতা প্রত্যাশা করেন তিনি।

জাতীয় শ্রমিক পার্টির সভাপতি এ কে এম আশরাফুজ্জামানের সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন শ্রমিক পার্টির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সহ-সভাপতি আব্দুল আজিজ।