পাগড়ির অসম্মান, ৬ জনের বিরুদ্ধে মামলা করলো শিখ যুবক

নিউজ নাইন২৪, ডেস্ক: পাকিস্তানে এক শিখ যুবকের পাগড়ি জবরদস্তি খুলে ফেলার অভিযোগে ছয়জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা হয়েছে। পাকিস্তানের বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর বেরিয়েছে, পুলিশ ইতিমধ্যেই চারজনকে গ্রেফতার করেছে। বাকি দুজনকে খোঁজা হচ্ছে।

মাহিন্দার পাল সিং নামে ওই শিখ যুবক পুলিশের কাছে অভিযোগ করেন, বাসের যাত্রীদের সঙ্গে বিতর্ক এবং ধাক্কাধাক্কির সময় পরিবহণ কোম্পানির লোকজন তার মাথার পাগড়ি খুলে মাটিতে ছুড়ে ফেলে দেয়। শিখরা তাদের মাথার পাগড়িকে ধর্মীয় দিক দিয়ে খুবই পবিত্র মনে করে।

পাল সিং বলেন, মাটিতে ছুড়ে ফেলে পাগড়িকে অসম্মান অপবিত্র করা হয়েছে।
শাহিওয়াল পুলিশের কাছে তিনি ধর্ম অবমাননার একটি বিতর্কিত আইনে মামলা করেন। পাকিস্তানের ধর্মীয় সংখ্যালঘুদের পক্ষে এই ধরণের ধর্ম অবমাননার মামলার নজির নেই বললেই চলে।

ঘটনার সূত্রপাত হয় যখন পাঞ্জাবের ডিজকোট এলাকায় একটি বাসে যাত্রীদের সাথে মালিকপক্ষের বিতর্ক এবং হাতাহাতি হয়। মাহিন্দার সিং ওই বাসের যাত্রী ছিলেন।
সর্বশেষ পাওয়া হিসাবে পাকিস্তানে শিখ জনগোষ্ঠীর সংখ্যা বিশ হাজারের মত। শিখ ধর্মের একাধিক পবিত্র স্থাপনা রয়েছে পাকিস্তানে।

সূত্র: বিবিসি।