পাকিস্তান সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

পাকিস্তান সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ তার পাকিস্তানী প্রতিপক্ষের আমন্ত্রণে মঙ্গলবার ইসলামাদ সফর করছেন।

সোমবার সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে ইরানি পররাষ্ট্র দফতরের মুখপাত্র সাইদ কাতিবজাদেহ বলেন, পাকিস্তানী প্রতিপক্ষের আমন্ত্রণে পররাষ্ট্রমন্ত্রী আগামীকাল দুই দিনের সফরে ইসলামাবাদ যাবেন। তিনি একটি রাজনৈতিক ও অর্থনৈতিক প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী, সেনাপ্রধানসহ বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে জাভেদ জারিফ বৈঠক করবেন বলে কাতিবজাদেহ জানিয়েছেন।

সম্প্রতি তিনটি লাটিন আমেরিকান রাষ্ট্র—বলিভিয়া, ভেনেজুয়েলা ও কিউবা সফর শেষে দেশে ফিরেছেন জারিফ।

বলিভিয়ায় তিনি প্রেসিডেন্ট-ইলেক্ট লুই আর্চির সঙ্গে সাক্ষাত করে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন।

বলিভিয়ার রাজধানীতে পৌছে এক টুইটে জারিফ বলেন: সবেমাত্র লা পাজ পৌছেছি বলিভিয়ার জনগণের সঙ্গে তাদের গণতন্ত্রের জন্য লড়াইয়ের ফল উপভোগ করা এবং রোববার প্রেসিডেন্ট আর্চির দয়িত্ব গ্রহণ অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য। জনগণের উচ্ছ্বাস দেখা সৌভাগ্যের একটি বিষয়। তারা স্বাধীনতা ও গণতন্ত্র পুনর্বহালকে উদযাপন করছে।

প্রেসিডেন্ট আর্চির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে অংশ নেন জারিফ এবং তাকে বলিভিয়ার নতুন প্রেসিডেন্ট হওয়ার জন্য অভিনন্দন জানান।

সূত্র: তেহরান টাইমস