পরিবেশ অধিদপ্তরের অভিযান

নিউজ ডেস্ক: চট্টগ্রামে পরিবেশ অধিদপ্তরের অভিযানে জব্দ করা হাইড্রোলিক হর্ন ও পলিথিন
শব্দদূষণ প্রতিরোধে চট্টগ্রামের হাটহাজারি নন্দীর হাট এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন যানবাহন থেকে ১৭৫টি হাইড্রোলিক হর্ন জব্দ করে ধ্বংস করেছে পরিবেশ অধিদপ্তর। পাশাপাশি এ অভিযানে চারটি যানবাহনকে মামলা দিয়ে ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অন্যদিকে, হাটহাজারি উপজেলার চৌধুরী হাট এলাকায় পৃথক অভিযানে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিন মামলায় সাড়ে চার হাজার টাকা জরিমানা করা হয়। এসময় বিপুল পরিমাণ পলিথিন জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত জেলার হাটহাজারি নন্দীর হাট এলাকায় এ অভিযান চালান চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তর ও গবেষণাগার কার্যালয়ের পরিচালক মুফিদুল আলম।

অভিযানে গবেষণাগার কার্যালয়ের উপ-পরিচালক মো. কামরুল হাসান, সিনিয়র ক্যামিস্ট হোযায়ফাহ সরকার, সহকারী পরিচালক নুর হাসান সজিব, সহকারী বায়োক্যামিস্ট কামাল হোসেন অংশ নেন।