পথশিশুদের জন্য জবি ছাত্রলীগের পাঠশালা

সুবিধা বঞ্চিত পথশিশুদের জন্য পাঠশালা উদ্ভোধন করলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ জয়নুল আবেদিন রাসেল।

আজ মঙ্গলবার বিকাল ৪টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত ছাত্র-শিক্ষক মিলনায়তন (টিএসসি) প্রাঙ্গণে পথশিশুদের স্কুল নামক পাঠাশালার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

এ বিষয়ে জবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ জয়নুল আবেদিন রাসেল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে নিরক্ষরমুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখেন সেটার বাস্তবায়নে আমাদের এই প্রয়াস। আমরা শিশুদের প্রথমে সাক্ষরতা ও প্রাথমিক শিক্ষা প্রদান করব। প্রতিদিন তাদের জন্য খাবারের ব্যবস্থাও করা হবে। যাতে করে তারা নিয়মিত ক্লাসে উপস্থিত থাকে।

এ পাঠশালায় প্রতিদিন বিকাল ৪টা থেকে ৬টা পর্যন্ত সুবিধাবঞ্চিত শিশুদের প্রাথমিক শিক্ষামূলক পাঠদান করানো হবে। ক্লাস পরিচলনা করবেন শাখা ছাত্রলীগের কর্মীরাই।