পতন দিয়ে শুরু সপ্তাহের প্রথম দিনের লেনদেন

পতন দিয়ে শুরু সপ্তাহের প্রথম দিনের লেনদেন

নিউজ ডেস্ক :  সপ্তাহের প্রথম দিনে নেতিবাচক গতিতে শুরু হয়েছে উভয় বাজারের লেনদেন। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবগুলো সূচক পতনের পাশাপাশি লেনদেন হয়েছে মাত্র ২৭১ কোটি টাকা। সাড়ে ৫৭ শতাংশ কোম্পানির দরপতনের পাশাপাশি বেড়েছে ২৯ শতাংশ কোম্পানির দর। গতকাল লেনদেনের শুরুতেই সূচকের বড় পতন হয়। সূচক নেমে যায় ৩৬ পয়েন্টের বেশি। এরপর কেনার চাপ বাড়লে সূচকের উত্থান হতে শুরু করে। বেলা ১২টার পর মোটামুটি স্থিতিশীল অবস্থানে থেকে সামান্য ব্যবধানে ওঠানামা চলতে থাকে। তবে বেলা ২টার পর ফের পতন শুরু হয়। শেষ পর্যন্ত এই পতন চলতে থাকে। লেনদেন শেষে ২৫ পয়েন্ট পতন হয়। বাকি দুই সূচকেরও পতন হয়। চিটাগং স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র দেখা গেছে।

বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৫ দশমিক ৮৭ পয়েন্ট বা দশমিক ৫৮ শতাংশ কমে চার হাজার ৪৩০ দশমিক ৯৫ পয়েন্টে অবস্থান করে।

ডিএসইএস বা শরিয়াহ্ সূচক ১০ পয়েন্ট বা এক দশমিক শূন্য তিন শতাংশ কমে ৯৯৭ দশমিক ১৯ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১১ দশমিক ৮৬ পয়েন্ট বা দশমিক ৭৮ শতাংশ কমে এক হাজার ৫০১ দশমিক ৬০ পয়েন্টে অবস্থান করে। গতকাল ডিএসইর বাজার মূলধন দুই হাজার ৬২১ কোটি ৬৩ লাখ টাকা কমে দাঁড়িয়েছে তিন লাখ ৩৬ হাজার ৯৮২ কোটি ৯৬ লাখ টাকায়। ডিএসইতে লেনদেন হয় ২৭১ কোটি ছয় লাখ ২৩ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ২৭৬ কোটি ৪৩ লাখ ৬৬ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এ হিসেবে লেনদেন কমেছে পাঁচ কোটি ৩৭ লাখ টাকা। এদিন ১০ কোটি ২৯ লাখ ৯০ হাজার ৩৭১ শেয়ার এক লাখ তিন হাজার ৭০৭ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩৫৩ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৩টির, কমেছে ২০৩টির এবং অপরিবর্তিত ছিল ৪৭টির দর।

গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে খুলনা পাওয়ার। কোম্পানিটির ১০ কোটি ৫৩ লাখ টাকা লেনদেনের পাশাপাশি দর বেড়েছে দুই টাকা ২০ পয়সা। এরপর রিং শাইন টেক্সটাইলের ৯ কোটি ৭২ লাখ টাকা লেনদেন হয়। দর কমেছে এক টাকা ২০ পয়সা। প্যারামাউন্ট টেক্সটাইলের ৯ কোটি টাকা লেনদেন হয়। দর বেড়েছে আড়াই টাকা। বীকন ফার্মার সাত কোটি ২৭ লাখ টাকা লেনদেন হয়। দর বেড়েছে এক টাকা ৩০ পয়সা। কাসেম ইন্ডাস্ট্রিজের ছয় কোটি ৯৬ লাখ টাকা লেনদেন হয়। দর বেড়েছে তিন টাকা ৩০ পয়সা। এছাড়া কর্ণফুলী ইন্স্যুরেন্সের ছয় কোটি ৫৫ লাখ টাকা, জেনেক্স ইনফোসিসের ছয় কোটি ৪৬ লাখ টাকা, স্ট্যান্ডার্ড সিরামিকের পাঁচ কোটি ৯৬ লাখ টাকা, গ্লোবাল হেভি কেমিক্যালের পাঁচ কোটি ২৩ লাখ ও জাহিন স্পিনিংয়ের চার কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

৯ শতাংশ বেড়ে দর বৃদ্ধির শীর্ষে উঠে আসে কাসেম ইন্ডাস্ট্রিজ। দ্বিতীয় অবস্থানে উঠে আসে লিবরা ইনফিউশনস। দর বেড়েছে ছয় শতাংশ। হাক্কানী পাল্পের দর পাঁচ দশমিক ৬৮ শতাংশ, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের সাড়ে পাঁচ শতাংশ, প্রাইম লাইফের পাঁচ দশমিক ৩২ শতাংশ, সিলকো ফার্মার চার দশমিক ৯১ শতাংশ, খুলনা পাওয়ারের চার দশমিক ৯১ শতাংশ, আইসিবি থার্ড এনআরবি মিউচুয়াল ফান্ডের চার দশমিক ৩৪ শতাংশ, পপুলার লাইফ ও প্যারামাউন্ট টেক্সটাইলের দর চার দশমিক ১৫ শতাংশ হারে বেড়েছে।

এছাড়া ৯ দশমিক শূন্য ৯ শতাংশ দর কমে পতনের শীর্ষে উঠে আসে এএফসি এগ্রো। রিং শাইনের ৯ শতাংশ, দেশ গার্মেন্টসের ছয় দশমিক ৮৯ শতাংশ, আলহাজ্ব টেক্সটাইলের ছয় দশমিক ৫৫ শতাংশ, মোজাফফর হোসেন স্পিনিংয়ের ছয় দশমিক ৫২ শতাংশ, জাহিন স্পিনিংয়ের ছয় দশমিক ১৮ শতাংশ, বিডি অটোকারের পাঁচ দশমিক ৮৭ শতাংশ, আজিজ পাইপসের পাঁচ দশমিক ১৩ শতাংশ, এটলাস বাংলাদেশের চার দশমিক ৯৮ শতাংশ ও এসইএমএল এফবিএসএল গ্রোথ ফান্ডের দর চার দশমিক ৯৫ শতাংশ কমেছে।

অন্যদিকে সিএসইতে গতকাল সিএসসিএক্স মূল্যসূচক ৩৪ দশমিক ২২ পয়েন্ট বা দশমিক ৪১ শতাংশ কমে আট হাজার ১৭২ দশমিক ৩৪ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ৫১ দশমিক ১৪ পয়েন্ট বা দশমিক ৩৭ শতাংশ কমে ১৩ হাজার ৪৮০ দশমিক ২১ পয়েন্টে অবস্থান করে। গতকাল সর্বমোট ২২১ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ৬৯টির, কমেছে ১২১টির, অপরিবর্তিত ছিল ৩১টির।

সিএসইতে এদিন ১০ কোটি ১০ লাখ ৩৪ হাজার ৫৪৪ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৯ কোটি ১১ লাখ ৩৩ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এ হিসেবে লেনদেন কমেছে ৯ কোটি টাকা।