পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রেশনিং ব্যবস্থা চালুর দাবি

নিজস্ব প্রতিবেদক: পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য লাগামহীন। সবকিছুর দামই ক্রয়ক্ষমতার বাইরে। এসব পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রেশনিং ব্যবস্থা চালুর দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক মজদুর পার্টি। গতকাল শুক্রবার রাজধানীর তোপখানা রোডে এক আলোচনা সভায় দলটির পক্ষ থেকে এ দাবি জানানো হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশের ৯০ শতাংশ মানুষ কৃষক ও শ্রমজীবী। মৌসুমি পণ্যের মূল্যের অস্বাভাবিক উঠানামা ও চোরাকারবারি-মজুদদারদের কারসাজিতে বছরের বিভিন্ন সময়ে নিত্যপণ্যের সরবরাহে ব্যাপক ঘাটতি দেখা দেয়। এর ফলে সাধারণ মানুষের জীবন-জীবিকা মারাত্মক সংকটের সম্মুখীন হয়। এমন পরিস্থিতি থেকে উত্তরণে নিম্ন আয়ের মানুষদের রক্ষায় রেশনিং ব্যবস্থায় ভর্তুকি মূল্যে চাল, ডাল, চিনি, ভোজ্যতেল, আটাসহ নিত্যপণ্য সরবরাহ জরুরি।