নুরসহ ডাকসু নেতারা গণভবনে

নিউজ ডেস্ক:ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নবনির্বাচিত সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরসহ ডাকসু নেতারা গণভবনে পৌঁছেছেন। নুর ও সমাজসেবা সম্পাদক আখতার হোসেন প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো আলাদ গাড়িতে গণভবনে যান। বাকিরা বিশ্ববিদ্যালয়ের লাল বাস ও মিনিবাসে করে যান। গণভবনের গেটে পৌঁছেই ডাকসুর নবনির্বাচিত জিএস গোলাম রাব্বানীর সঙ্গে কোলাকুলি করেন নুর। এরপর একে একে সাবই ভেতরে প্রবেশ করতে শুরু করেন।

গণভবনের যাওয়ার আগেশনিবার (১৬ মার্চ) বিকাল ৪টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। হল সংসদের ২৩৪ এবং ডাকসুর কেন্দ্রীয় ২৫ জনসহ ২৫৯ জন গণভবনে গেছেন।

গণভবনের যাওয়ার আগেএছাড়া ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক শোভন ও আগের কমিটির নেতারা গণভবনে গেছেন। গণভবনের যাওয়ার আগে শোভন বলেন, ‘ডাকসুতে জয়ীদের পাশাপাশি আমি এবং ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতিসহ সংগঠনটির অনেক নেতাও শনিবার গণভবনে যাবেন।’

বৃহস্পতিবার (১৪ মার্চ) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর একজন বিশেষ সহকারী ফোনে আমন্ত্রণ জানান ডাকসু এবং হল সংসদে নির্বাচিতদের।