নির্বাচন সামনে রেখে পুলিশের বিশেষ অভিযান চলবে- আইজিপি

সংসদ নির্বাচন সামনে রেখে সারা দেশে পুলিশের বিশেষ অভিযান চলবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। তিনি বলেন, সন্ত্রাসী, মাদক কারবারি, অস্ত্র কারবারি—কাউকে রেহাই দেওয়া হবে না।

অবৈধ অস্ত্রের পাশাপাশি বৈধ অস্ত্রেরও যাতে অপব্যবহার না হয়, সে জন্য পুলিশ সতর্ক রয়েছে।
গতকাল রবিবার সকালে কক্সবাজারের চকরিয়া থানার নবনির্মিত ভবন, উখিয়া সার্কেল অফিস ও ঈদগাহ তদন্তকেন্দ্র ভবন উদ্বোধন করেন আইজিপি মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। এরপর তিনি স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, নাগরিক সমাজ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের সঙ্গে চা-চক্রে অংশ নেন। পরে তিনি সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন।

কক্সবাজারে মাদকের আগ্রাসন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশপ্রধান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর মাদকের বিষয়ে ঘোষিত জিরো টলারেন্স নীতিতে কাজ করছে পুলিশ। তাই সারা দেশে মাদক নির্মূলে মাঠপর্যায়ের পুলিশকে কঠোর বার্তা দেওয়া হয়েছে। বিশেষ করে ইয়াবাসহ মাদকের আগ্রাসন থেকে কক্সবাজারকে পুরোপুরি মুক্ত করতে পুলিশ কাজ করে যাচ্ছে।