নির্বাচন এক মাস পেছানোর দাবি ঐক্যফ্রন্টের

গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের অংশ হিসেবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপির নেতৃত্বাধীন ২০ দল। একই সঙ্গে নির্বাচন এক মাস পেছানোর দাবি জানিয়েছেন তারা।
সুষ্ঠু নির্বাচনের দাবিতে উত্থাপিত সাত দফা থেকে সরে আসছে না দাবি করে ঐক্যফ্রন্টের তরফে বলা হয়, এর সঙ্গে যুক্ত হয়েছে নির্বাচনের তফসিল পিছিয়ে দেয়ার দাবি। আমরা নির্বাচনের বর্তমান তফসিল বাতিল করে এক মাস পিছিয়ে দিয়ে নতুন তফসিল ঘোষণার দাবি করছি।

গতকাল দুপুরে প্রায় একই সময়ে আলাদা সংবাদ সম্মেলন থেকে জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোটের তরফে এ ঘোষণা আসে। জাতীয় প্রেস ক্লাবে ফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন ফ্রন্টভুক্ত ও বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এলডিপি সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ, বীরবিক্রম জোটভুক্ত দলের শীর্ষনেতাদের নিয়ে এ ঘোষণা দেন। সেই সঙ্গে ২০ দলীয় জোটের ৮ শরিক ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি অবহিত করে চিঠি দিয়েছে নির্বাচন কমিশনে।