নতুন জঙ্গি বিমান প্রস্তুত; সৌদি রাজধানীতে হামলা হতে পারে: ইয়েমেন

আন্তর্জাতিক ডেস্ক:ইয়েমেনের সেনাবাহিনী বলেছে, সৌদি আরবের রাজধানী রিয়াদ ও সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবু ধাবিতে হামলা চালানোর মতো উন্নত জঙ্গিবিমান তাদের কাছে রয়েছে। একইসঙ্গে সৌদি ও আমিরাতি সেনাবাহিনীর বিভিন্ন স্থাপনা ও ঘাঁটির ম্যাপ এবং ছবিও তাদের কাছে রয়েছে।

হুদায়দা বন্দরে যেকোনো বড় ধরণের হামলার জবাবে ওই সব স্থাপনা ও ঘাঁটিতে হামলা চালানো হতে পারে। ইয়েমেনের সেনা মুখপাত্র ব্রিগেডিয়ার ইয়াহিয়া সারিকে উদ্ধৃত করে আল মাসিরা টিভি চ্যানেল এসব তথ্য জানিয়েছে।

ইয়াহিয়া সারি আরও বলেছেন, তারা উন্নত প্রযুক্তির জঙ্গিবিমান তৈরি করেছে এবং প্রয়োজনে এসব বিমান দিয়ে শত্রুর অবস্থানে হামলা চালানো হবে।

২০১৫ সাল থেকে ইয়েমেনে হামলা চালিয়ে আসছে সৌদি আরবের নেতৃত্বাধীন আগ্রাসী জোট। এ আগ্রাসনের কারণে এ পর্যন্ত অন্তত ৫৬ হাজার ইয়েমেনি প্রাণ হারিয়েছে বলে আন্তর্জাতিক সংস্থাগুলো জানিয়েছে।

সুএ: পার্সটুডে