দেশের কোম্পানি বন্ধ হোক, এটা চাই না : হাইকোর্ট

দেশের কোম্পানি বন্ধ হোক, এটা চাই না : হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক : বাজারে প্রচলিত দুধ নিয়ে শুনানিতে হাইকোর্ট বলেছেন, দেশের দুগ্ধজাত কোম্পানিগুলো বন্ধ হয়ে যাক, এটা আমরা চাই না।

আদালত বলেন, দেশের বাইরের কোম্পানি এখানে গেড়ে বসুক, সেটাও আমরা চাই না। আমরা চাই, দেশেই নিরাপদ দুধ উৎপাদন হোক।

সোমবার (২৯ জুলাই) হাইকোর্টের বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কেএম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এসব কথা বলেন।

আদালত বলেন, পাউডার দুধে কোনো ক্ষতিকর উপাদান আছে কি-না, সেটাও খতিয়ে দেখতে হবে।

দুধে ভেজাল, গোখাদ্যসহ সমস্ত বিষয়ে বিশেষজ্ঞদের মতামত চাওয়ার জন্য ২০ অক্টোবর আদেশ দেবেন হাইকোর্ট।