দুদক: বাংলাদেশ-শ্রীলঙ্কা মতবিনিময়
নিজস্ব প্রতিবেদক : জাতীয় কর্মপরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত বিষয়ে শ্রীলঙ্কার ঘুষ-দুর্নীতি সংক্রান্ত অভিযোগ তদন্ত কমিশনের (Commission to Investigate Allegations of Bribery or Corruption) সঙ্গে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার শ্রীলঙ্কার ঘুষ-দুর্নীতি সংক্রান্ত অভিযোগ তদন্ত কমিশনের আমন্ত্রণে সংস্থাটির জাতীয় কর্মপরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত এক অনুষ্ঠানে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ অংশগ্রহণ করেন। শ্রীলঙ্কার রাষ্ট্রপতি মৈত্রিপালা সিরিসেনা অনুষ্ঠানটি উদ্বোধন করেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য বিষয়টি জানিয়েছে।
দুদক চেয়ারম্যান শ্রীলঙ্কার ঘুষ-দুর্নীতি সংক্রান্ত অভিযোগ তদন্ত কমিশনের এর সঙ্গে দ্বিপাক্ষিক সাইডলাইন বৈঠকে মিলিত হন। বৈঠকে তিনি শ্রীলঙ্কার দুর্নীতি দমন কমিশনের সাথে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের সমঝোতা স্মারকের খসড়া উপস্থাপন করেন।
একই সময় তিনি দুদকের ২০১৭ সালের বার্ষিক প্রতিবেদন, ক্রেস্ট শ্রীলঙ্কার দুর্নীতি দমন কমিশনের নিকট হস্তান্তর করেন।
একই স্থানে ইউএনডিসির আঞ্চলিক উপদেষ্টা জোরান মার্কোভিকের সঙ্গে দুর্নীতি দমন, প্রতিরোধ, উত্তম চর্চার বিকাশ ও কমিশনের সক্ষমতা বৃদ্ধির উপায় নিয়েও আলোচনা হয়।