দাবানলে পুড়ে ছাই ক্যালিফোর্নিয়া

আন্তর্জাতিক ডেস্ক:ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলের ধ্বংসাত্মক দাবানলটিকে এ অঙ্গরাজ্যের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানল বলে মনে করা হচ্ছে।
ভয়াবহ এ দাবানলে হাজার হাজার ঘরবাড়ি পুড়ে গেছে।
এতে ৪২ জনের মৃত্যু নিশ্চিত করা হলেও হাজার হাজার মানুষ নিখোজ রয়েছে। খবর এএফপি’র।
এক সংবাদ সম্মেলনে আঞ্চলিক প্রশাসনিক প্রধান কোরি হোনেয়া বলেন,‘আজ আরো ১৩ জনের দেহাবশেষ উদ্ধার করায় এ রাক্ষুসি দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ৪২ জনে দাঁড়িয়েছে।’
বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের ইতিহাসে এটি সবচেয়ে ভয়াবহ দাবানলের ঘটনা। হোনেয়া বলেন, ক্যালিফোর্নিয়ায় এরআগে কখনো এতো ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়তে দেখা যায়নি।